কেউ বলে রিকশার শহর কেউ বলে মসজিদের শহর আবার কেউবা দালানকোঠার।
কিন্তু লোকমুখে শোনা যায় এই শহরে টাকা ওরে!!
কিন্তু সবাই ধরতে জানে না আবার অনেকে ধরলেও কেওবা সঠিক পথে কেওবা বেঠিক পথে।
সঠিক পথে টাকা ইনকাম করে না তাদের??
-বলতে পারি এটাও সবার সামনেই ঘটে এই যেমন ছিনতাই
ডাকাতি ঘুষ ইত্যাদি।
আবার এই শহরে গোপনে অবৈধ টাকা ইনকামের অনেকগুলা
রাস্তার মধ্যে পতিতাবৃত্তি বা দেহ ব্যবসাও একটা রাস্তা। আদিম যুগ থেকেই এই ব্যবসার
জনপ্রিয়তা অধিক আর এই সময়েও থেমে নেই।
মিরপুর ১০ নম্বর ওভারব্রিজ পার
হচ্ছি সাথে চারজন বন্ধু মানে সবমিলিয়ে পাঁচ জন, ব্রিজে ওঠার সময়ও দেখলাম বেশকিছু বোরকা পরা মহিলা ঘুরাফেরা করছে আর ব্রিজের উপর দিয়ে আমরা পাঁচজন আড্ডা দিতে দিতেই
হাঁটছিলাম। ব্রিজের মাঝে জায়গাটা একটু বড় আর ওখানেই দুজন বোরখা পরা মহিলা আমাদের
উদ্দেশে বলল “যাবে নাকি”?
করতে আমাদের সাথে নিচে নামলো আর সেই মহিলাদের
ব্যাপারটা খুলে বলল। আর এও বলল
জিয়া উদ্যানে যে সকল
মহিলারা এমন বোরকা পরে ঘোরাফেরা করে তারাও এমন টাইপের মানে
সোজাসুজি বলতে গেলে “পতিতা”।
এখন ভার্সিটির বন্ধুদের সাথে মানিকমিয়া এভিনিউ মানে সংসদের দক্ষিন
পাশে আড্ডা দেই, যায়গাটা বেশ ভালোই মানে পরিষ্কার পরিছন্ন আর আড্ডা ভালোই হয়। কিন্তু এখানেও খেয়াল
করলাম এমন বেশ কিছু মহিলার আনাগোনা আর সেটা সন্ধ্যা বা রাতে না দিনদুপুরে!!
এমনকি পুলিশের সামনেই!!
তারা পতিতা নয়, উপর শ্রেণির লোকেরা তাদের সোহাগ করে বলে ‘সোসাইটি গার্ল’। অবশ্য এদেরকেও বেশী দোষ
দেয়া ঠিক না কারণ তারাও আমাদের সমাজের পয়জন থেকে তৈরি।
বেশিরভাগই প্রচণ্ড রকমের মেধাবী।
সেলিব্রিটি সেজে বন্ধুদের টেক্কা দেবার বাসনায়, ভালো
ইউনিভার্সিটিতে স্ট্যাটাস বজায় রাখার অভীপ্সায় কোনো কুক্ষণে এরা আলোর ঝলকানির মোহে পড়ে যায়। প্রথমে নাইট বারে সীসা চিবিয়ে, তারপর নাইট ক্লাবের মদমত্ত জলসায় উদ্দাম ড্যান্স করে আস্তে আস্তে নামীও বন্ধুদের ফ্ল্যাট!!
“আমি আপনাকে নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদ দেবো। বিনিময়ে আপনি আমাকে দু’মুঠো ভাতের পয়সা দিতে পারবেন না”?
যাওয়ার নাম করে পতিতালয়ে বিক্রি
এমন ঘটনাই বেশী শোনা যায়। আর পতিতালয়ে একবার বিক্রি হলে সেখান থেকে বের হওয়ার কোন
সুযোগ থাকে না। কেও যদি অনেক কষ্টে বেরও হয় তখন তাকে আর তার পরিবার সামাজিকতার ভয়ে
মেনে নেয়না;
শেষমেশ
কোন উপায় না দেখে আবার সেই রাস্তায় নামতে হয়!! তাহলে এই মেয়েটার ভাগ্য এমন হওয়ার
জন্য কে দায়ী??
সবার মত আমিও জানি এই সকল পতিতাদের জন্য সমাজ কুলসিত হয় বা যুব সমাজের অবক্ষয় হয়। কিন্তু এদের মধ্যে বেশিভাগই এসেছে পেটের ক্ষুধায়, কে বা কারা তাদের ক্ষুধা নিবারণ করবে?
কেও যদি পতিতা
হয়ে জন্ম না নিয়ে পতিতা হয়ে মৃত্যু বরন করে তাহলে দোষটা কার??
No comments:
Post a Comment
Thanks for your comment