About me

Originally from Pabna, I have been living in Dhaka for over 18 years. I am 5.9” feet tall and moderately built,  

am a person who is positive about every aspect of life, I come from a middle class family. The most important thing in my life is religious believes, moral values & respect for elder, I am a modern thinker but also believe in good values by our ancestors 

I love playing cricket and going on trips with friends, listening to music & watching latest movies. I like to read, write, think, dream, talk, listen and many things


I am a software engineering student and it has made me a patient man and improved my negotiation skills!! I especially value humor, being able to laugh at myself, being able to communicate, culture in general, social issues, staying healthy, and the freedom to think out of the box;


শক্তপোক্ত ৫.৯" লম্বা একটা ছেলে আমি যার গ্রামের বাড়ি পাবনা কিন্তু পরিবারের সাথে বিগত ১৮ বছর ঢাকায় থাকি। 

মধ্যবিত্ত পড়িবারে জন্ম নেওয়াতে নিজের তেমন কোন ইচ্ছা বা আশা নাই, পড়িবারের কথা ভেবে নিজের অনেক ইচ্ছাই এখনো পুরন হয়নি আর তেমনি ভাবে আমার ইচ্ছা পুরনের জন্য আব্বু আম্মুকে অনেক সময় নিজেদের ইচ্ছা বিসর্জন দিতে দেখেছি। ধর্মে কর্মে বিশ্বাসী তাই ছোট কাল থেকেই বড়দের সন্মান করি, চিন্তা ভাবনা আধুনিক হলেও গুরুজনদের কথা মানার চেষ্টা করি।

ক্রিকেট খেলতে আর দেখতে ভীষণ পছন্দ করি সাথে বন্ধুদের সাথে আড্ডা।  পুরান দিনের বাংলা গান আর নতুন নতুন সিনেমাও ভালোই টানে, একদম একা থাকতে অনেক বেশী ভাল লাগে কারন তখন নিজেকে নিয়ে ভাবতে পারি, কারও জীবনী নিয়ে লেখা বই পড়তে ভাল লাগে আর নিজের জীবন থেকে লেখতে ভাললাগে।

সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট এর ছাত্র হিসেবে সবসময় ব্যতিক্রমী কিছু করতে হয় আর সে জন্য নিজের জীবনেও এর ভাল একটা প্রভাব পরেছে, সবসময় ব্যতিক্রমী কিছু ভাবতে বা করতে ভাল লাগে।





No comments:

Post a Comment

Thanks for your comment