আপনি সরকারি বাহিনীর কর্মচারী।
এই দেশে আপনার জন্যে অনেক কিছুই আছে, কিন্তু আমার মত সাধারণ নাগরিকের পাওয়ার
মত কিছুই নেই।
আজ আপনি থাকার জন্য সরকারী বাসা পেয়েছেন, চলার জন্য সরকারী গাড়ি পেয়েছেন, এমনকি খাওয়ার জন্যেও আপনার চিন্তা করতে হয় না। কারন মাসের শুরুতেই আপনার বাসায় সাধারণ জনগণের কষ্টের
টাকার রেশন চলে যায়।
আজ আপনার সন্তান দেশের নাম করা শিক্ষা প্রতিষ্ঠানে বিনা বেতনে পড়ালেখা করে, আর সেটাও আমার মত সাধারণ জনগণের পয়সায়।
কিন্তু আপনে কি জানেন, এই সাধারণ মানুষ গুলো কেন আপনাদের এত ভাল রাখার
চেষ্টা করছে?
কারন তারা বিশ্বাস করে, আপনাদের প্রচেষ্টায় তারা এই স্বাধীন দেশে সুন্দর ভাবে
জীবন যাপন করবে। আর আপনারা তাদের জান ও মালের নিরাপত্তা দিবেন।
কিন্তু আপনি কি পেরেছেন আপনার প্রতিশ্রুতি রক্ষা করতে?
আপনার দায়িত্ব সঠিক ভাবে পালন করতে?
একটা সময় ছিল যখন মানুষ চোর ডাকাতদের ভয় পেত, আর বিশ্বাস করতো যে পুলিশ প্রশাসন
তাদেরকে রক্ষা করবে।
কিন্তু এখন?
এখন মানুষ চোর ডাকাতদের সাথে পুলিশ কেও ভয় পায়!
কারন!
আমি বিশ্বাস করতে পারি না যখন শুনি একজন সহজ সরল স্কুল,কলেজ, বিশ্ববিদ্যালয়ের ছাত্রের
ব্যাগে পুলিশ নিজে মাদক ঢুকিয়ে তার কাছে টাকা দাবি করে!!
আমি হতবিহব্বল হয়ে যাই যাই যখন শুনি দাবীকৃত চাদা না পেয়ে পুলিশ সাধারণ জনগণকে
মারধোর করছে!
আমি বিশ্বাস হারিয়ে ফেলি যখন দেখি কোন পুলিশ প্রশাসন নিজের আক্রোশ মেটাতে বা
টাকার বিনিময়ে একজন নিরপরাধ মানুষকে এনকাউন্টারে নামে গুলি করে মারে!!
আমি বিশ্বাস করবো কাকে?
কার কাছে আমার জান মালের নিরাপত্তা চাইবো?
একজন মানুষ কোন ক্ষতির সম্মুখীন হলে প্রশাসনের কাছে যেতে ভয় পায়!
কারন তারা
বিশ্বাস করতে শুরু করেছে যে প্রশাসন তাদের হেফাজত করবে না এমনকি প্রশাসন দ্বারা আরও বেশী হেনস্থা
হওয়ার সম্ভাবনা আছে!
আজ অনেক মেধাবি ছেলে মেয়েদের বলতে শুনি তারা আর এই দেশে থাকতে চায় না। কারন
তারা আজ নিজেদের নিরাপদ মনে করে না।
কিন্তু আমি জানি এই মেধাবী ছেলে মেয়ে গুলোই একদিন এই সোনার বাংলাকে এগিয়ে
নিতে পারবে।
কিন্তু না!
যেখানে নিজের নিরাপত্তা নেই সেখানে কীভাবে দেশকে নিয়ে ভাববে তারা?
অথচ একবার ভাবুন, সকালে বাবার কাছে টাকা চেয়ে একজন ছাত্র যখন তার বিশ্ববিদ্যালয়য়ের
দিকে যায়, আর কিছুক্ষণ পর বাবার কাছে ফোন আসে, আপনার ছেলে মাদক সহ পুলিশের বা
প্রশাসনের হাতে আটক!!
তখন আপনি কি করবেন বা আপনার পরিবার?
যেখানে সবাই জানে ছেলেটা অনেক মেধাবি এবং
কোন দিন একটা সিগারেটেও ফুক দেয় নি?
হ্যাঁ আপনার কিছু করার নাই কারন আমি, আপনি সাধারণ মানুষ আর তারা আমার আপনার
টাকায় চলা লাইসেন্স কৃত মানুষ!!!
আর সেই সময়টাতেই এই সোনার বাংলা ছেড়ে অন্য কোথাও চলে যায় অনেক মেধাবি মুখ!
কিন্তু তারাই পারতো এই ঘুনে ধরা সমাজটাকে মাথা উঁচু করে দাড় করাতে।
কিন্তু তাদেরকে এই সমাজ আর দেশকে নিয়ে ভাব্বার সুযোগ দেওয়া হয়নি বা সুযোগ পায়নি।
শুধু মাত্র গুটি কয়েক পুলিশ প্রশাসনের জন্য আজ অনেক ছেলে মেয়ে তাদের স্বপ্ন ভেঙ্গে দিয়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে এই সোনার দেশকে বিদায় জানায়।
আর যারা পারে না তারা চলে যায় অন্ধকার পথে। কারন কথায় আছে, "বাঘে ধরলে এক ঘা, পুলিশে ধরলে ১৮ ঘা"।
No comments:
Post a Comment
Thanks for your comment