Saturday, 4 February 2017

নির্মম সত্য

যখন হারিয়ে যাব কাফনের মিছিলে,
বিকৃত চেহারা আর উৎকট গন্ধে নাক সিঁটকে পালাবি তুই ও।

রঙিন কাপড়ে তোকে অনেক দেখিছি কিন্তু কখনো ভাবিনি সাদা কাপড় দেখে এমন পাল্টে যাবি তুই।আজ তুই নির্মম সত্য কে মেনে  নিতে পারলি না!!